সালানপুর ব্লকে বিতরণ করা হলো মুরগির বাচ্চা
জ্যোতি প্রকাশ মুখার্জ্জী
গ্রামের মানুষদের স্বনির্ভর করার লক্ষ্যে গত কয়েক বছর ধরে রাজ্য সরকার খুবই সক্রিয় আছে। প্রায়শই দেখা যায় সরকারের পক্ষ থেকে তাদের হাঁস, মুরগি, ছাগল ছানা, মাছের পোনা ইত্যাদি তুলে দিতে। সরকারের আশা এর মাধ্যমে গ্রামের সাধারণ মানুষরা আয়ের একটা উৎস খুঁজে পাবে।
সেই লক্ষ্য পূরণের লক্ষ্যে স্থানীয় বিএলডিও দপ্তর ও সালানপুর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় গত ১৬ ই জানুয়ারি সালানপুর ব্লকের এগারোটি পঞ্চায়েতের ৪০০ জন উপভোক্তাকে স্বনির্ভর করার লক্ষ্যে তাদের প্রত্যেকের হাতে ১০ টি করে মুরগির বাচ্চা তুলে দেওয়া হয়। স্থানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের সামনে এই মুরগির বাচ্চাগুলি বিতরণ করা হয়।
তখন সেখানে উপস্থিত ছিলেন সালানপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাঞ্জন বিশ্বাস, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মন্ডল, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, বিএলডিও শুভাশিস পাল, বিশিষ্ট সমাজসেবী ভোলা সিং সহ আরও অনেকে।
দেবাঞ্জন বাবু বললেন- আমাদের লক্ষ্য গ্রামীণ এলাকার মানুষদের স্বনির্ভর করে তোলা। আশাকরি এই মুরগির ছানাগুলো পালন করে একদিন তারা সামান্য কিছু আয় করতে পারবে। আগামী দিনেও আমরা প্রত্যেকের পাশে থাকব।