খায়রুল আনাম
বীরভূম : ইলামবাজার বাসস্ট্যাণ্ডের কাছে বোলপুর-দুর্গাপুর রুটের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পাথর বোঝাই ডাম্পারের সংঘর্ষে গুরুতরভাবে আহত হয়েছেন ১৫ জন। খবর পেয়েই ইলামবাজার থানার পুলিশ গিয়ে আহত সকলকে উদ্ধার করে ইলামবাজার হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আনা হয়েছে বোলপুর মহকুমা হাসপাতালে।