কলকাতায় ময়মনসিংহ প্রাক্তনীর প্রীতি সম্মেলন।

Spread the love

কলকাতায় ময়মনসিংহ প্রাক্তনীর প্রীতি সম্মেলন।

বাবুল সাহা: রবিবার দিনব্যাপী ময়মনসিংহ প্রাক্তনীর প্রীতি সম্মেলন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডঃ ত্রিগুণা সেন অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে ছিল ডিসান হসপিটালের সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির,বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, প্রাক্তনীর প্রবীণ-প্রবীনাদের ও কৃতি সন্তান/সন্তনিদের সংবর্ধনা জ্ঞাপন,শীত বস্ত্র প্রদান,আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান। বার্ষিক এই মিলনোৎসবে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডঃ বিকাশ চন্দ্র সান্যাল । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপহাইকমিশনার জনাব আন্দালিব ইলিয়াস, তিনি তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন, বাঙ্গালী হিসেবে আমাদের আছে উদারতা, পরস্পরকে সম্মান জানানো, পরমসহিষ্ণুতা যা গর্ভ করার মতো। এই বিষয়গুলো আমরা গুরত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে যাবো। বিশেষ অতিথি ছিলেন ডাঃ সুগত মোহন বসু, শ্রীমতি অলকানন্দা রায়,আচার্য সঞ্জয় চক্রবর্তী। এছাড়া বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে ময়মনসিংহ -রত্ন অভিধায় ভূষিত করা হয়। আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শ্রী প্রতনু কুমার লাহিড়ী। সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রাণসঙ্গীত(বায়ো মিউজিক /সনুসিজম) আলোচনা ও পরিবেশনায় ছিলেন আচার্য সঞ্জয় চক্রবর্তী। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন সংগঠনের সহ-সভাপতি শ্রী দেবব্রত গোস্বামী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *