রামলালার প্রাণ প্রতিষ্ঠা – রাজ্যের বিভিন্ন প্রান্তে উচ্ছ্বাস
জ্যোতি প্রকাশ মুখার্জ্জী
২২ শে জানুয়ারি। ‘অভিজিৎ মুহূর্ত’ শুরু হবে বেলা ১২টা বেজে ২৯ মিনিট ৩ সেকেন্ডে এবং চলবে ১২টা বেজে ৩০ মিনিট ৩৫ সেকেন্ড পর্যন্ত। এই ১ মিনিট ৩২ সেকেন্ডের মধ্যেই রামলালার বিগ্রহে ‘প্রাণপ্রতিষ্ঠা’ করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এই মহেন্দ্রক্ষণ শুরু হওয়ার অনেক আগে
থেকেই আসানসোল শিল্পাঞ্চলের বিভিন্ন মন্দির চত্ত্বরে দেখা যায় উচ্ছ্বাস। মন্দিরে মন্দিরে শুরু হয় পুজো, হোম-যজ্ঞ ও প্রসাদ বিতরণ। ‘রাম রাম’ ধ্বনিতে ভরে ওঠে সমগ্র শিল্প-শহর, মাইকে শোনা যায় ‘রামনাম’ গান। বহু ঘরে হয় রামের পুজো। শঙ্খ ও ঘণ্টাধ্বনিতে মুখরিত হয়ে ওঠে সমগ্র এলাকা।
স্থানীয় বিধায়িকা অগ্নিমিত্রা পাল সহ বিজেপির অন্যান্য নেতাদের নেতৃত্বে কোনো কোনো জায়গায় বের হয় শোভাযাত্রা।
জিতেন্দ্র তেওয়ারি বললেন- আজকে কোনো রাজনীতির কথা নয়। সবাই ভাল থাকুক, প্রভু রাম সবাইকে ভাল রাখুন।
অন্যদিকে গুসকরাতেও দেখা যায় উচ্ছ্বাস। বহু রামভক্ত মানুষের ভিড়ে ভরে ওঠে আলুটিয়ার কাছে অবস্থিত রামমন্দির চত্ত্বর। নির্দিষ্ট সময়ের অনেক আগেই শহর ও পার্শ্ববর্তী এলাকার বহু মানুষ শোভাযাত্রা করে সেখানে উপস্থিত হয়। পুজো, হোম-যজ্ঞ ও প্রসাদ বিতরণ করা হয়। 'রামনাম' ও শঙ্খধ্বনিতে সমগ্র এলাকা ভরে ওঠে। সত্যিই সে এক মনোরম দৃশ্য।
পবন হালদার বললেন – আজকের দিনটি সমগ্র হিন্দুজাতির কাছে পবিত্র দিন, গর্বের দিন হয়ে থাকবে।