বড়বাজারে ইয়ং স্পোর্টিং ক্লাব ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে রক্তদান শিবির
।আজ ২৩ শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের 127 তম জন্মদিন উপলক্ষে বড়বাজার বাঁশতলা মোড়ে ২৩ নম্বর ওয়ার্ডে ইয়াং স্পোর্টিং ক্লাব ওয়েলফেয়ার সোসাইটি সেক্রেটারি নারেশ চৌধুরী বিশিষ্ট সমাজসেবী উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়।আজকের ইয়ং স্পোর্টিং ক্লাব ওয়েলফেয়ার সোসাইটি এই রক্তদান শিবিরে ১৫০ জন রক্তদাতা রক্তদান করেন।আগামী কাল ২৪ শে জানুয়ারি ইয়ং স্পোর্টিং ক্লাব ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে।ইয়ং স্পোর্টিং ক্লাব ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজেশ সিনহা ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর,বিজয় ওঝা২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর,মহেশ শর্মা ৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর,জোড়াশাঁকো কেন্দ্রের প্রাক্তন বিধায়িকা স্মিতা বক্সী, তৃণমূল নেতা সঞ্জয় বক্সী,সৌম্য বক্সী,বিজয় উপাধ্যায়,বরুণ মল্লিক প্রদীপ মজুমদার,উত্তম শংকর,রাজু শংকর,আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন।
কলকাতা বড়বাজার থেকে শুভ ঘোষ রিপোর্ট