নেতাজি জন্ম উৎসব কমিটির উদ্যোগে ২৩ থেকে ২৬ শে জানুয়ারি উৎসব পালন
। নেতাজি সুভাষচন্দ্র বোসের127 তম জন্মদিন উপলক্ষে নেতাজির জন্ম উৎসব কমিটির ৬৩ তম বর্ষে উত্তর কলকাতার গৌড়িবাড়ি লেন ও রতন নিয়োগি লেন সম্মুখে ২৩ শে জানুয়ারি থেকে ২৬ শে জানুয়ারি২০২৪ পর্যন্ত চারদিনব্যাপী সাংস্কৃতিক ও সেবামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।চার দিনের মূলত এই অনুষ্ঠানে বসে আঁকা প্রতিযোগিতা,শীত বস্ত্র,শাড়ি ও কম্বল বিতরণ,স্বাস্থ্য পরীক্ষা, রক্তদান শিবির,নৃত্য ও সঙ্গীত অনুষ্ঠান।মূলত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেতাজির জন্ম উৎসব কমিটির সভাপতি সাধন সাহা, সিটি কেবিলের কর্ণধার তিনকড়ি দও মহাশয়,তৃণমূল কর্মী কৌশিক সাহা,রানা সুর,সমীর চক্রবর্তী,ধরম বোস,আনন্দ গোয়ালা,লাল্টু দত্ত,মান্টা মিশ্র আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিতিতে পতাকা উত্তোলন করা হয়।
কোলকাতা থেকে শুভ ঘোষ রিপোর্ট