খড়্গপুর থেকে মোড়গ্রাম জাতীয় সড়ক হচ্ছে চার লেনের

Spread the love

সমস্ত ধরনের সহযোগিতা দিচ্ছে রাজ্য প্রশাসন

খড়্গপুর থেকে মোড়গ্রাম জাতীয় সড়ক হচ্ছে চার লেনের

         খায়রুল   আনাম

পণ্য ও গণ পরিবহনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ  ভূমিকা পালন করে চলা খড়্গপুর থেকে মুর্শিদাবাদের মোড়গ্রাম পর্যন্ত   দুই লেনের ৩৪০ কিলোমিটার  ১৪ নম্বর জাতীয় সড়ককে চার লেনের করার সবুজ সঙ্কেত দিলো কেন্দ্রীয়  সরকার।  কিন্তু এই মুহূর্তে  কোনও আর্থিক অনুমোদন দেওয়া হয়নি। বর্তমান  দুই লেনের ১৪ নম্বর  জাতীয় সড়ককে  চার লেনের সড়ক করতে  কোথায় কতোটা জমির প্রয়োজন হবে,  এই সড়কে বর্তমানে যে সেতুগুলি রয়েছে সেগুলির স্বাস্থ্য পরীক্ষা করে দেখার পরে সেগুলি সম্প্রসারণ করা যাবে না কী নতুন  সেতু তৈরী করতে হবে এবং সম্পূর্ণভাবে কোথায় কোথায় নতুন সেতু তৈরী করতে হবে,  সেই সমীক্ষার পরেই  খড়্গপুর থেকে মুর্শিদাবাদের মোড়গ্রাম পর্যন্ত এই জাতীয় সড়ককে চার লেনের করার ব্যয়  বরাদ্দ  করা হবে।   রানিগঞ্জ থেকে  মোড়গ্রাম পর্যন্ত  এই জাতীয় সড়ক বীরভূম জেলার দুবরাজপুর,  সিউড়ি, মহম্মদবাজার, মল্লারপুর,  রামপুরহাট ও নলহাটির মধ্যে দিয়ে মোড়গ্রাম পর্যন্ত ১৬০ কিলোমিটার গিয়েছে।  যারমধ্যে দুবরাজপুর,  রামপুরহাট ও নলহাটি শহরের ভিতর দিয়ে গিয়েছে জাতীয় সড়ক।  দুবরাজপুর শহরের বাইরে দিয়ে এই সড়ক সম্প্রসারণের জন্য  ইতিমধ্যেই  জমি অধিগ্রহণের কাজ অনেকখানিই এগিয়েছে। দুই লেনের ১৫ ফুট প্রস্থের  ১৪ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় অবরোধ করে  বসতি, দোকানপাট গড়ে  ওঠার পরিপ্রেক্ষিতে  এই সড়ক বর্তমানে ১২ ফুটে এসে দাঁড়িয়েছে। যারমধ্যে বহু গ্রামীণ এলাকাও রয়েছে।  

       এই  সড়ককে চার লেনের করার জন্য  কেন্দ্রীয় সরকার যে উদ্যোগ নিয়েছে তাতে জমি অধিগ্রহণের ব্যাপারে সহযোগিতা  দিচ্ছে রাজ্য সরকার।  এ জন্য   জাতীয় সড়ক কর্তৃপক্ষ  যে সব এলাকার উপর দিয়ে  ১৪ নম্বর জাতীয় সড়ক গিয়েছে, সেইসব এলাকায় এই  সড়ক চার লেনের করার  জন্য  যাতে কোনও সমস্যা তৈরী না হয় সে জন্য   জেলাশাসক, মহকুমা শাসক, স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে  ‘পাবলিক কনসালটেন্ট মিটিং’ করে সিদ্ধান্ত  নেবে বলে জানা গিয়েছে।  ১৪ নম্বর জাতীয় সড়ক চার লেনের করা হলে বিভিন্ন জায়গায় জল নিষ্কাশনের মতো সমস্যা দেখা দেওয়াটা অনিবার্য  হবে। এবং তাহলে বহু অঞ্চলের মানুষের দুর্ভোগে পড়াটাই স্বাভাবিক।  সে জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষ  সিদ্ধান্ত  নিয়েছে যে,  দুই লেনের ১৪ নম্বর জাতীয় সড়ককে চার লেনের করার প্রাথমিক  ধাপেই  গুরুত্বপূর্ণ  এই বিষয়টির দিকে দৃষ্টি দিয়েই  চার লেনের রাস্তার কাজে হাত দেওয়া হবে ।।

ছবি : চার লেনের সড়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *