সেখ মিলন (ভাতাড়, পূর্ব বর্ধমান) মাঠে ঘাসে থাকা বিষ খেয়ে একটি গাভী ও বেশ কয়েকটি ছাগলের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছাড়ালো পূর্ব বর্ধমানের ভাতারের সৎখালি এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ভাতারের সৎখালি এলাকার বেশ কয়েকজন গোপালোকদের গাভী ও ছাগল চড়তে গিয়েছিল। এদিন বৈকাল প্রায় ৩টে নাগাদ স্থানীয়রা লক্ষ্য করেন সৎখালিতে ভাতার কলেজ সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি ছাগল ও গাভীটি ছটফট করছে। গাভী ও ছাগলের মালিকদের দাবি তাদের ১টি গাভী ও ৫টি ছাগল মারা গেছে । বেশ কয়েকটি ছাগল আশঙ্কজনক। জানা গেছে, ভাতারের কাঁচগোড়িয়া এলাকার এক কৃষক ভাতার কলেজ সংলগ্ন এলাকায় ধান চাষ করেছেন। গাভী ও ছাগল মালিকদের অভিযোগ, কাঁচগোড়িয়া এলাকার ওই কৃষক এলাকার গোপালোকদের না জানিয়ে ভাতার কলেজের মাঠে ঘাসে কীটনাশক ঔষধ রেখে দিয়েছিলেন। সেই কীটনাশক ঔষধ খেয়ে তাদের গাভী ও ছাগলগুলির মৃত্যু হয়েছে বলে জানান তারা। উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে মৃত গাভী ও ছাগলগুলিকে সঙ্গে নিয়ে তারা ভাতার থানার পুলিশের দ্বারস্থ হন ।ঘটনার তদন্ত শুরু করেছে ভাতার থানার পুলিশ।