রূপান্তর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির কর্মকাণ্ড
:- পিনাকী চৌধুরী। সরশুনার রূপান্তর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির নাম এখন সকলের মুখে মুখে ফেরে। সেই ২০০৬ সালে পথচলা শুরু। তারপর অনেক চড়াই উতরাই, ঘাত প্রতিঘাত পেরিয়ে এখনও সমাজের মহিলাদের জন্য নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে। সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত এই সংগঠন সেই অর্থে কোনও অনুদান পায় না। কিন্তু তবুও নিজ লক্ষ্যে অবিচল। রূপান্তর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার তথা সম্পাদিকা অমৃতা চট্টোপাধ্যায় জানান ” আমরা মূলত শিক্ষা, সংস্কৃতি ও মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে উৎপাদনমুখী কাজ করে চলেছি ।” মূলত ভেষজ আবির, ধূপকাঠি এবং অ্যালোভেরা পাউডার ইত্যাদি প্রস্তুত করে বিক্রি করে রূপান্তরের মহিলা সদস্যরা। গত ১৮ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি তারা বসে আঁকো প্রতিযোগিতা, মেকওভার কর্মশালা, কবিতাপাঠ এবং আলোচনা চক্রের আয়োজন করে। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সুতপা চক্রবর্তীর কন্ঠে কবিতা পাঠ এবং কবি ও ছড়াকার বিশ্বনাথ চৌধুরীর পরিবেশনা ভাল লাগে। এছাড়াও অন্বেষা সাহার সঙ্গীত পরিবেশন মনে দাগ কাটে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অজয় সাহা। অনুষ্ঠানের মাধ্যমে সামগ্রিক ভাবে ভাষা দিবসের উৎকর্ষতা এবং মাধুর্য বৃদ্ধি পায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১২৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌর প্রতিনিধি নিহার ভক্ত । এছাড়াও ছিলেন শঙ্কর দাস প্রমুখ ব্যক্তিত্ব।