কলকাতা CMRI Hospital সি.এম.আর,আই.হসপিটাল এর উদ্যোগে নতুন *স্লিপ ল্যাব* শুভ সূচনা.
১৫ ই মার্চ ২০২৪-এ বিশ্বনিদ্রা দিবস উপলক্ষে কলকাতা Cmri Hospital সি.এম.আর.আই.হাসপাতালে ডাক্তারদের নিয়ে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়।শুধু তাই নয় এই বৈঠকে সি,এম,আর,আই ডিপার্টমেন্ট অফ পামনোলজির ডক্টর রাজা ধর,এবং সি.এম.আর.আই ডিপার্টমেন্ট অফ পামোন্টলজির কনসাল্টেন্ট অরূপ হালদার,হার্ট স্পেশালিস্ট ডক্টর ধীমান কাহালি এবং ডক্টর সৌমব্রত রায় ইউনিট হেট,সিএম,আর,আই হাসপাতা উপস্থিত ছিলেন।বর্তমানে যে কোন মানুষের সঠিক সময় যদি ঘুম না হয় তাহলে কিন্তু দুশ্চিন্তার কারণ হয়ে ওঠে কিন্তু কলকাতা সি,এম,আর,আই হাসপাতালে দীর্ঘ ৫৪ বছরের ঐতিহ্যপূর্ণ সেবা সুশ্রূষায় কত মানুষের সুস্থতা সম্ভবপর হয়েছে।
কলকাতা সি,এম,আর,আই হাসপাতাল থেকে শুভ ঘোষের রিপোর্ট।