বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
:- পিনাকী চৌধুরী
।। দোলের দিন সন্ধ্যায় কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টি হয়েছে, সেই সঙ্গে বজ্রপাত হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশের ওপর দিয়ে ঘূর্ণাবর্ত রয়েছে। এই দুয়ের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প আমাদের রাজ্যে ঢুকছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ মঙ্গলবার থেকে আগামী পাঁচ দিন কলকাতা, হাওড়া এবং অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এপ্রিলের প্রথম দিন থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। তবে বৃষ্টি হলেও আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে এবং আগামী কয়েকদিন সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।