প্রার্থীর নামের সঠিক বানানটি কী? তা এখনও স্পষ্ট হয়নি। আর তাই নানান বানানের নামে বীরভূমের বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পিয়া সাহার প্রচার চলছে চরম বিভ্রান্তির মধ্যে দিয়ে। আর প্রার্থীও এক শ্রেণির প্রচার-স্তাবকদের নিয়ে চরকি কেটে ঘুরছেন। কিন্তু ভোট প্রচারের প্রকৃত কাজের কাজটি কী হচ্ছে, তা নিয়েও দলেরই কর্মী-সমর্থকদের একাংশের মধ্যে চলছে চাপান-উতোর। পিয়া সাহার বিরুদ্ধে তাঁকে প্রার্থী চাই না বলে কে বা কারা বিভ্রান্তিকর বানান বিভ্রাটে পোস্টার সাঁটছে, এটা আর কেউ না জানলেও প্রার্থী পিয়া সাহা যে একেবারেই উপলব্ধি করতে পারছেন না, এটা নিশ্চয়ই হওয়ার কথা নয়। আর প্রার্থীর প্রচারের নামে গুড় খাওয়া ‘সব ঘাটের মাদলরা’ দিব্যি মওকা লুটে খোশমেজাজে এপাড়া ও পাড়া করে বেড়াচ্ছে। যাঁরা দলীয় প্রার্থীকে প্রকৃত অর্থেই সমর্থন করছেন, তাঁরা ঠাহর করতে পারছেন না, কোনটা মুখ আর কোনটা মুখোশ। ব্যক্তিগত পিয়া সাহা নন, তিনি একটি সর্বভারতীয় রাজনৈতিক দলের লোকসভার প্রার্থী। ভেবে ওঠা যাচ্ছে না, প্রকৃত অর্থে হচ্ছে টা কী? বিজেপি দলের ভোট সংক্রান্ত বিষয়ে একটি ‘শক্তিশালী সেল’ রয়েছে বলে দাবি করা হয়। সেই শক্তিশালী সেলের শক্তি আদৌ কতটুকু আছে, তা এসব ক্ষেত্রে প্রমাণের আলোয় আসার প্রয়োজন রয়েছে। যে প্রার্থী এখনও পর্যন্ত ‘লাভের গুড়ের পিঁপড়ে’ প্রচার-স্তাবকদের চিনতে পারছেন না, তিনি তাহলে ভোটের লড়াইটা লড়বেন কী ভাবে, সেই প্রশ্নটাই বড় হয়ে উঠেছে বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পিয়া সাহার ক্ষেত্রে।