বাম- কংগ্রেস জোটের বৈঠক খয়রাসোলে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- লোকসভা ভোটের দামামা বাজতেই প্রার্থী সহ দলীয় কর্মীরা নিজ নিজ সংগঠন মজবুত এবং রণকৌশল নির্ধারণে বিভিন্ন স্তরে বৈঠক চলছে জোরকদমে। সেরূপ বৃহস্পতিবার বীরভূম লোকসভা কেন্দ্রের বাম-কংগ্রেস জোট প্রার্থী মিলটন রশিদের সমর্থনে ও বাম-কংগ্রেস উচ্চ নেতৃত্বের নির্দেশক্রমে খয়রাশোল ব্লক সিপিআইএম এরিয়া কার্যালয়ে যৌথভাবে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন খয়রাসোল ব্লক এলাকার দশটি অঞ্চল থেকেই সিপিআইএম ও কংগ্রেসের দলীয় কর্মী সমর্থকদের নিয়েই বৈঠক আয়োজিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন খয়রাশোল ব্লক কংগ্রেসের পর্যবেক্ষক আব্দুল নঈম , ব্লক কংগ্রেস সভাপতি জাকির খান , সিপিআইএম খয়রাসোল লোকাল কমিটির তিন সদস্য দিলীপ গোপ , শ্যামাপদ বাউরি ও বেণীমাধব বাউরি সহ বাম কংগ্রেসের দলীয় কর্মী সমর্থকরা। আলোচনা শেষে খয়রাসোল ব্লক কংগ্রেসের দলীয় পর্যবেক্ষক আব্দুল নঈম তৃনমূল ও বিজেপির প্রতি তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শতাব্দী রায় হচ্ছেন একজন নায়িকা। বিজেপি প্রার্থী হলেন দেবাশীষ ধর প্রাক্তন আই পিএস পুলিশ অফিসার। বাম-কংগ্রেস জোটের প্রার্থী মিলটন রসিদ হলেন একজন আইনজীবি।তাই প্রথমজনের কাজ নাটক করা, দ্বিতীয় জনের কাজ হচ্ছে চোর ধরা।তৃতীয়ত আইনজীবী প্রার্থীর কাজ ছাড়ানো। অর্থাৎ ঘুর ফিরে সেই আইনজীবীই একমাত্র সওয়াল জবাব করবেন।তিনি আরও বলেন যে, বিরোধীরা বলছেন মিলটন রসিদ একজন সংখ্যালঘু প্রার্থী। ওই পরিপ্রেক্ষিতে বলতে হয়- মমতা সরকার মুয়াজ্জিন- এমাম ভাতা চালু করার পর তৎকালীন কংগ্রেসের বিধায়ক এই সংখালঘু প্রার্থীই মিলটন রসিদ কিন্তু পুরোহিতদের জন্য ভাতা আন্দোলন করে চালু করিয়েছিলেন। তাহলে উনি কি সংখ্যালঘু প্রার্থী হলেন? উনি হচ্ছেন জনগণের প্রার্থী অতএব একশো শতাংশ আমরা আশাবাদী লোকসভা ভোটের জেতার পক্ষে বলে দাবি করেন কংগ্রেস নেতৃত্ব।