ঈদের আনন্দে কচিকাঁচারা
সেখ রাজু,
৩০ দিন রমজান মাসের শেষে ঈদ উৎসবকে ঘিরে আনন্দের জোয়ারে সমগ্র বিশ্ববাসী । ৩০ দিন আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে খুশির দিন হল ঈদ । এই ঈদে সকলেই আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন । পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের লাখুড়িয়া অঞ্চলের আমডোব বাসস্ট্যান্ড জামে মসজিদ কমিটির তরফ থেকে এলাকার কচিকাঁচাদের নিয়ে দোয়া, কেরাত, ও গজল সহ অন্যান্য মুসলিম সম্প্রদায়ের ধর্ম বিষয়ক প্রতিযোগিতামূলক আয়োজন ছিল । সারা বছর ধরে কচিকাঁচারা মুসলিম ধর্মের পাক-পবিত্র সম্পদ কুরআন শরীফ শিখে আসছে । পাশাপাশি এই সম্প্রদায়ের পরিকাঠামোকে আরো শক্তিশালী করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকে মসজিদের ইমামগণ । প্রতিদিন সকলের মধ্যে দ্বীন শিক্ষা প্রদান সহ এলাকার ভ্রাতৃত্বের বন্ধনকে কিভাবে অটুট রাখা যাবে, মানুষের মধ্যে সম্প্রীতি কিভাবে বজায় রাখা যাবে সে বিষয়ক শিক্ষার আলোয় শিশুদের মনকে নিয়ে আনা হয়। আজকের এই মনোগ্রো অনুষ্ঠান ঘিরে এলাকার বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে আনন্দ উৎসুকে ভরা ছিল। ঈদের পরে মানুষের মধ্যে এই এক মাসের সম্প্রীতির বাতাবরণ সমগ্র বছর ধরে যাতে থাকতে পারে তার জন্য এই ধরনের অনুষ্ঠান অনেকটাই প্রয়োজন আছে বলে দাবি রাখলেন এলাকার সাধারণ মানুষেরা ।
সমাজসেবী শেখ আনোয়ার জানান, আমাদের মসজিদের হাফেজ ইসারুল ইসলাম সাহেব তার অক্লান্ত প্রচেষ্টায় এই ছোট ছোট শিশুগুলো মনে ধর্মের প্রভাব পড়েছে । জীবনে চলার পথে সব শিক্ষার পাশাপাশি ধর্মের জ্ঞানও থাকা প্রয়োজন । তাহলে নিজস্বতা কেউ কোনদিন হারায় না । হাফেজ ঈসারুল সাহেবকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই । প্রতিযোগিতার শেষে প্রথম থানা স্থানাধিখারীদের হাতে প্রাইজ তুলে দেওয়া হয় । পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল কচিকাঁচারদের হাতে সান্তনা পুরস্কার তুলে দেওয়া হয় ।