“কেন্দ্র ও রাজ্যে সরকারের পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের জীবনের কোন সমস্যার সমাধান হয়নি”- এস ইউ সি আই ( কমিউনিস্ট)
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- আসন্ন লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই রাজনৈতিক দল গুলি কোমর বেঁধে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন।দলীয় প্রার্থীদের নামও ইতিমধ্যে প্রায় সব রাজনৈতিক দল গুলি ঘোষণা করে দিয়েছে।দেওয়াল লিখনের দিক থেকে পিছিয়ে নেই কোনো দল।পাশাপাশি প্রখর রৌদ্র মাথায় নিয়ে দলীয় প্রার্থীদের সঙ্গে করে চলেছে নির্বাচনী প্রচার অভিযান।সেরূপ বীরভূম লোকসভা কেন্দ্রের এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের প্রার্থী আয়েশা খাতুন তার দলীয় কর্মীদের নিয়ে সোমবার মুরারই বাজার এলাকায় জনসংযোগ ও নির্বাচনী পদযাত্রা সারলেন। তাদের বক্তব্য কেন্দ্রের বিজেপি ও রাজ্যের তৃণমূল সরকারের চূড়ান্ত জনবিরোধী নীতি এবং সিপিএম-কংগ্রেসের সুবিধাবাদী জোটের বিরুদ্ধে আন্দোলনকে শক্তিশালী করতে সংগ্রামী বামপন্থী দল এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী আয়েশা খাতুনের সমর্থনেই নির্বাচনী পদযাত্রা।নেতৃত্বের কথায়- এসইউসিআই(কমিউনিস্ট) দল মনে করে নিছক নির্বাচন দিয়ে মানুষের মৌলিক সমস্যার সমাধান সম্ভব নয়। ১৯ ৫২ সাল থেকে ভারতবর্ষে নির্বাচন হয়ে আসছে। কেন্দ্র ও রাজ্যে সরকারের পরিবর্তন হয়েছে কিন্তু আজ পর্যন্ত মানুষের জীবনের কোন সমস্যার সমাধান হয়নি।বরং বাড়ছে ভয়ঙ্কর বেকার সমস্যা। শিক্ষা ক্ষেত্রে বাড়ছে ব্যাপক বেসরকারি করুন। ফলে উচ্চ শিক্ষায় সাধারণ ঘরের ছেলে-মেয়েরা বঞ্চিত হচ্ছে। ক্রমবর্ধমান নারী নির্যাতন বেড়েই চলেছে। চাষী তার ফসলের ন্যায্য দাম পাচ্ছে না।পাশাপাশি চাষের উপকরণের দাম বাড়ছে। সম্প্রতি নির্বাচনী বন্ডে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি সামনে এসেছে । ৮০০ জীবন দায়ী ঔষধের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়েছে।এরূপ যন্ত্রনায় ভুগছেন সাধারণ মানুষজন বলে সংগঠনের অভিমত ব্যক্ত করেন এদিনের পদযাত্রা থেকে।