লোকসভা নির্বাচনের প্রাক্কালে বাম শিবিরে ভাঙ্গন ভাতারে।

Spread the love

লোকসভা নির্বাচনের প্রাক্কালে বাম শিবিরে ভাঙ্গন ভাতারে।

সেখ মিলন (ভাতাড়,পূর্ব বর্ধমান) লোকসভা নির্বাচনের প্রাক্কালে বাম শিবিরে ভাঙ্গন ভাতারে। সিপিএমের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য এবং সিপিআইএম গণসংগঠনের ডি ওয়াই এফ আইয়ের জোনাল কমিটির প্রাক্তন মেম্বার তথা বর্তমানে সিপিএমের পাটি মেম্বার বিকাশ চন্দ্র দাস সহ তাঁর পরিবারের সদস্যরা সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। বৃহস্পতিবার ভাতার ব্লক তৃণমূল কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। যোগদানকারীর হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী। সঙ্গে ছিলেন রাজ্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক শান্তনু কোনার, ব্লক সভাপতি বাসুদেব যশ সহ অন্যান্যরা। দলত্যাগী সিপিআইএম কর্মী বিকাশ দাস বলেন, সিপিএম দলটা বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে । গ্রাম বাংলার সার্বিক পরিস্থিতি যে ছবি ফুটে উঠছে তাতে বিজেপির প্রার্থী যেখানে প্রচারে যাচ্ছেন সিপিএমের একটা অংশ বিজেপি প্রার্থীকে বরণ করে নিচ্ছেন । তাই তিনি সিপিএমের প্রতি মুখ ফিরিয়ে তাঁর পরিবারের ৬০ জন সদস্য ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারীর হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে চান। যদিও বিষয়টি গুরুত্ব দিতে চান না ভাতার সিপিআইএম নেতৃত্ব। সিপিআইএম জেলা কমিটির সদস্য নজরুল হকের সঙ্গে ফোনে যোগাযোগ হলে তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিকাশ দাস সিপিএম পার্টির সমর্থক হিসেবে ছিলেন। দলের কোন পদে দায়িত্বে ছিলেন না।লোকসভা নির্বাচনে তাঁর দলবদলে কোন প্রভাব পড়বে না। অন্যদিকে রাজ্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক শান্তনু কোনার বলেন, সিপিএমের হাত ধরেই বাংলায় বিজেপির অনুপ্রবেশ ঘটছে। বছরের পর বছর বামফ্রন্টের ভোট বিজেপিতে স্থানান্তরিত হচ্ছে। স্বভাবতই বামেদের ভোটে বিজেপি পরিপুষ্ট হচ্ছে। এই বিষয়টি থেকে সিপিএমের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য ও ডিওয়াইএফআই গন সংগঠনের প্রাক্তন সদস্য বিকাশ দাস ভাতার ব্লক তৃণমূলের সভাপতি বাসুদেব যস এর কাছে তৃণমূলে যোগদানের আবেদন করেছিলেন। দল সর্বক্রমে বিচার বিশ্লেষণ করে বিকাশ দাসের আবেদন মঞ্জুর করে এবং বিকাশ দাস সহ তাঁর পরিবারের সদস্যদের তৃণমূলের যোগদান করানো হয়। তিনি আরোও বলেন বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে একজন তপশিলি পরিবারের সন্তান সিপিএমের সংগঠন থেকে বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হওয়া যেখানে ভারতবর্ষে সাম্প্রদায়িক ভেদাভেদের রাজনীতি চলছে এটা গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। বিকাশ দাস ও তাঁর পরিবারের যোগদান সম্ভবতই ভাতার ব্লক তৃণমূল পরিবারের শক্তি বৃদ্ধি ঘটবে। বর্তমানে তিনি পার্টির সদস্য পদ হিসেবে থাকবেন পরবর্তীতে তাঁর কাজের গতিবিধির ওপর দলের সাংগঠনিক কাজে মর্যাদা দেওয়ার কথা ভাবা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *