চলতি সপ্তাহে ভাতারের নিত্যানন্দপুর অঞ্চলের পাটনা গ্রামে রাস্তার ধারে একটি শিয়াল দুর্ঘটনায় আঘাত পেয়ে পড়েছিল। বর্ধমান কাটোয়া রোডে প্রথমে পশুপ্রেমী সমাজসেবী আমির সেখ কে খবর দেয় তারপর বনদপ্তরের লোকজন আসে। বনদপ্তর থেকে গাড়ি এসে প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে যায়।