ভ্রাম্যমাণ বাসের মধ্যে রক্তদান শিবির
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এবং থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যার্থে রাজনগর ব্লকের তাঁতিপাড়ায় ভ্রাম্যমান রক্তদান শিবির আয়োজিত হয় রবিবার।
স্বেচ্ছাসেবী সংস্থা ‘তাঁতিপাড়া প্রগতি হেল্প সোসাইটির’ উদ্যোগে রাজনগর ব্লকের তাঁতিপাড়া পুরাতন বাসস্ট্যান্ডে ভ্রাম্যমান বাসের মধ্যে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হয়।
জেলার ব্লাড ব্যাংক গুলিতে গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটানো এবং থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যার্থেই স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে এই মহতী উদ্যোগ বলে জানা যায়। রক্তদান, মহৎ দান এই উদ্দেশ্যেই ব্রতী হয়ে এলাকার পুরুষ- মহিলা মিলে মোট ৫২ জন রক্তদাতা এদিন এই শীততাপ নিয়ন্ত্রিত ভ্রাম্যমান বাসের মধ্যে স্বেচ্ছায় রক্তদান করেন। উপস্থিত ছিলেন আয়োজক তথা সংস্থার সভাপতি সূর্য শেখর পাল, সম্পাদক জগন্নাথ দাস বৈষ্ণব সহ অন্যান্য সদস্যবৃন্দ।