মেমারির মেধাবী দুই ছাত্রীকে প্রবাসী চিকিৎসকের সম্বর্ধনা

Spread the love

মেমারির মেধাবী দুই ছাত্রীকে প্রবাসী চিকিৎসকের সম্বর্ধনা

সেখ সামসুদ্দিন, ১১ মেঃ রাজ্যে ষষ্ঠ স্থানাধিকারী ও দেবীপুর গার্লস স্কুল থেকে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত দুই ছাত্রীকে শুভেচ্ছা জানান মেমারির গর্ব আমেরিকায় কর্মরত প্রবাসী চিকিৎসক ডাঃ বুদ্ধদেব দাঁ। মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির শাখা ১ বিদ্যালয় -এর ছাত্রী আফরীন মন্ডল উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪৯১ নম্বর পেয়ে রাজ্যের ষষ্ঠ স্থান অধিকার করে। বাবা এমএসকে স্কুলের অতিথি শিক্ষক এবং মা গৃহবধূ। ভবিষ্যতে মেডিকেল কোর্সে পড়াশোনা করে চিকিৎসক হতে চায়। অপরদিকে দেবীপুর স্টেশন গার্লস হাইস্কুল থেকে ৪৬০ নম্বর পেয়ে স্কুল তথা দেবীপুর অঞ্চলে প্রথম স্থান অর্জন করে সোমা মালিক। দেবীপুর সামনগরের বাসিন্দা অত্যন্ত দরিদ্র খেতমজদুর পরিবারের কন্যা, বাবা জয়দেব মালিক খেতমজদুর এবং মা টগরী মালিক গৃহবধূ। সোমা মালিক বাংলায় অনার্স নিয়ে মেমারি কলেজে পড়াশোনা করতে চায়। ভবিষ্যতে লক্ষ্য শিক্ষকতার পেশায় নিযুক্ত হওয়া। এই দুই কন্যাকে শুভেচ্ছা জানিয়ে উদ্বুদ্ধ করেন ও ভবিষ্যতে পাশে থাকার বার্তা দেন। এই দুই পরিবার এরকম একজন ব্যক্তির পদধূলিতে আনন্দিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *