নিউজ ডেস্ক:- তুলির টানে রবীন্দ্রজয়ন্তীর ১ম অংশ হিসেবে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছিল যার নাম দেওয়া হয়েছে(রবি পূজা)। একটু অন্য রকম বাচ্চাদের ও তাদের মায়েদের নিয়ে এই ছোট্ট প্রোগ্রামটি বেশ বর্ণাঢ্য ময় ছিল।
এই অনুষ্ঠানে বাচ্চা দের যে শিক্ষিকারা প্রশিক্ষন দিয়েছেন তারা হলেন মিঠু,কৃতিকা,কণিকা।
শ্রীকনি,আর্চন, অনুসুয়া, সহেলি, শ্রীয়াঙ্কা, মেশীতা,শিবাঙ্গিনী, অদ্রিজা এরা এবং বাকিরা খুব সুন্দর নৃত্য পরিবেশন করে।এই অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন চিত্র শিল্পী ও সাংবাদিক মৃত্যুঞ্জয় রায়। অনুষ্ঠানের শেষে নূপুর মুখার্জি বলেন, এটি তার গবেষণামূলক কাজ নৃত্য মুভমেন্ট থেরাপির মাধ্যমে অনুশীলনকারী হিসেবে তিনি তাদের স্বাবলম্বী করার চেষ্টা করেছেন।যেকোন একজনের নির্দেশনা অনুসরণ করতে পারেন। তারা কেবল মৌখিক প্রম্পটে সহজেই নাচতে পারে।আশা করি এক বছর পরে তারা একজন ভাল একক অভিনয়শিল্পী হতে পারবে।