১৪ ই জুন বিশ্ব রক্তদাতা দিবশ ও ইদুজোহাকে সামনে রেখে রক্তদান শিবির
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটি ও বীরভূম ভলানটারি ব্লাড ডোনার্স এসোসিয়েশনের তত্ত্বাবধানে এবং বাংলা সংস্কৃতি মঞ্চ ও চামড়াগুদাম মসজিদ কমিটি ও যুবক বৃন্দের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উক্ত শিবিরে ১০২ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করেন l রক্ত সংগ্রহ করার দায়িত্বে ছিলেন বোলপুর ব্লাড সেন্টার । রক্তদান শিবিরের পাশাপাশি প্রায় ১০০ টা স্বেচ্ছাসেবী সংগঠণ কে তাঁদের বিভিন্ন ধরনের সামাজিক কাজের জন্য সম্মানিত করা হয় এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে l উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটি রাজ্য সম্পাদক কবি ঘোষ, সহ সম্পাদক রাজেশ পালিত, প্রাক্তন জন স্বাস্থ্য আধিকারিক ড: কাজল কৃষ্ণ বণিক ,সাইকেল ম্যান জ্য়দেব রাউত, বাংলা সংস্কৃতি মঞ্চের জেলা সভাপতি রাজকুমার ফুলমালি সহ বহু বিশিষ্ট ব্যাক্তিবর্গ l বীরভূম ভলেনটারি ব্লাড ডোনার্স এসোসিয়েশনের অন্যতম কর্ণধার পিন্টু সেখ এর নেতৃত্বে এই শিবির টি পরিচালিত হয়। সহযোগিতায় ছিলেন বাংলা সংস্কৃতি মঞ্চের সদস্য আমিনুল সহ অন্যান্য সদস্যগণ। বিশেষ উল্লেখযোগ্য হল যে গ্রীষ্মকালীন রক্ত সংকটমোচন তথা জেলার ব্লাড ব্যাংক গুলির শূন্যতা দূরীকরণ।