দল বিরোধী কাজের অভিযোগে বহিস্কৃত তৃনমূল নেতা
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে তৃনমূল কংগ্রেস পদাধিকার কর্মীদের ভূমিকা নিয়ে চলছে অন্তর তদন্ত।দলে থেকে বিরোধী দলের হয়ে কাজ বা সমর্থন করেছে এরূপ নেতা কর্মীদের চিহ্নিত করণ করে বহিষ্কার প্রক্রিয়াকরন শুরু হয়েছে তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে।সেরূপ ২০২৪ এর লোকসভা নির্বাচনে দল বিরোধী কাজ করার অভিযোগে রামপুরহাট শহর তৃণমূল কংগ্রেস কমিটির সাধারন সম্পাদক পদ সহ দলের সদস্য পদ থেকে সুদেব দাস কে আগামী ৬ বছরের জন্য বরখাস্ত করা হয়।সাংবাদিক সম্মেলন করে সে কথা ঘোষণা করেন রামপুরহাট শহর তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি
সৈয়দ সিরাজ জিম্মি।তিনি এক সাক্ষাৎকারে বলেন
লোকসভা ভোটে দল বিরোধী কাজ করার অপরাধেই মূলত দল থেকে বহিষ্কার করা হলো রামপুরহাট এক নাম্বার ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সুদেব দাসকে। বুথ স্তর সহ বিভিন্ন স্তর থেকে তার বিরুদ্ধে দল বিরোধী কাজের অভিযোগ ওঠে। দল তাহা তদন্ত করে এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হতেই এই সিদ্ধান্ত। অন্যদিকে বহিস্কৃত সুদেব দাস বলেন অভিযোগ ভিত্তিহীন। তাছাড়া নিয়ম অনুযায়ী আমাকে শোকজ বা আলোচনার সুযোগ দেওয়া হয়নি। যাহা একতরফা ভাবে ঘোষণা করা হয়েছে। ভোটের সময় কোথাও দায়িত্ব দেওয়া হয়নি তাই বসেছিলাম। তবে পঞ্চায়েত ভোটের সময় যেখানে দল দায়িত্ব দিয়েছিলেন সেখানে প্রার্থীকে জিতিয়ে এনেছি।