লোকসভার নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই রাজ্যের চার বিধানসভায় উপনির্বাচনে দিনক্ষণ ঘোষণা হয়। রায়গঞ্জ, মানিকতলা, বাগদা ও রানাঘাট দক্ষিণ বিধানসভায় আগামী ১০ই জুলাই উপ নির্বাচনে দিনক্ষণ ঠিক হয়। রানাঘাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাক্তার মুকুটমনি অধিকারী সমর্থনে কুপাশ পৌরসভার অন্তর্গত ১০ নম্বর ওয়ার্ডে নির্বাচনী কর্মীসভা আয়োজন হয়। উক্ত কর্মী সভার প্রধান বক্তা ছিলেন রাজ্যসভার সাংসদ ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি রাজ্য, সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার, নদীয়া দক্ষিণ সাংগঠনিক সভাপতি দেবাশীষ গাঙ্গুলী, নদীয়া দক্ষিণ চেয়ারম্যান শংকর সিং, নদীয়া দক্ষিণ সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের নমঃশূদ্র উদ্বাস্তু সেলের সভাপতি সুরজিৎ মন্ডল, তৃণমূল কংগ্রেস নমঃশূদ্র ও উদ্বাস্তু সেলের রাজ্যের সাধারণ সম্পাদক ভোলানাথ বিশ্বাস, তৃণমূল কংগ্রেস নমঃশূদ্র উদ্বাস্তু সেলের রাজ্য সম্পাদক সমীর দাস সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ববৃন্দ। লোকসভা নির্বাচনে রানাঘাট লোকসভায় তৃণমূল কংগ্রেস বিজেপি কাছে পরাজিত হওয়ার পর এই উপনির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের রাজ্য ও জেলা স্তরের একাধিক নেতৃত্বের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে রানাঘাট দক্ষিণ বিধানসভারটি পুনরুদ্ধার করার জন্য আজকে এই কর্মীসভা। রানাঘাট দক্ষিণ বিধানসভাটি মূলত নমঃশূদ্র, মতুয়া ও উদ্বাস্তু সম্প্রদায় সাধারণ মানুষের বসবাস সুতরাং রানাঘাট দক্ষিন বিধানসভাটি জেতার ক্ষেত্রে নমঃশূদ্র ও উদ্বাস্তু সেলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ।