বীরভূম জেলা পুলিশে রদবদল

Spread the love

বীরভূম জেলা পুলিশে রদবদল

সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- সদ্য লোকসভা নির্বাচনের পর জেলা পুলিশের ফের রদবদল ঘটানো হয় যাহা রুটিন মাফিক বলে জানা যায়। ৬ ই জুলাই শনিবার বীরভূম জেলা পুলিশ সুপারের অফিস হইতে ডিও নম্বর ২৮৮৬ এই মর্মে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। যেখানে জেলার বিভিন্ন থানা ও পুলিশ লাইন থেকে এসআই পদমর্যাদার পুলিশ আধিকারিকদের বিভিন্ন থানা এলাকায় রদবদল ঘটানো হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রকাশিত সেখানে দেখা যাচ্ছে বন্ধন দেওঘরিয়া লাইন ওআর থেকে সাঁইথিয়া থানায় ওসি হয়ে যাচ্ছেন। রাজনগর থানার ওসি থেকে ইলামবাজার থানায় ওসি হয়ে যাচ্ছেন দেবাশীষ পন্ডিত। সিউড়ি থানা থেকে রাজনগর থানার ওসি হয়ে আসছেন সামিম খান। খয়রাসোল থানার ওসি হয়ে আসছেন সিউড়ি থানা থেকে সেখ কাবুল আলী। অন্যদিকে খয়রাসোল থানার ওসি থেকে দুবরাজপুর থানার ওসি হয়ে যাচ্ছেন তপাই বিশ্বাস। ওসি ডিসিআরবি থেকে সদাইপুর থানার ওসি র দায়িত্বে আসছেন মহম্মদ মিকাইল মিঞা। কীর্নাহার থানার ওসি হয়ে সদাইপুর থানা থেকে যাচ্ছেন আশরাফুল সেখ। শনিবার জেলা পুলিশ সুপারের অফিস থেকে যে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেখানে এই রদবদলের চিত্র দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *