ভাতার স্পোর্টস এন্ড মার্শাল আর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে একদিনব্যাপী ক্যারাটে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো সোমবার পাঁচটার সময় ভাতার বাজারের একটি মিনি ইনডোর স্টেডিয়ামে।
পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারে একটি মিনি ইনডোর স্টেডিয়ামে ভাতার স্পোর্টস এন্ড মার্শাল আর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে একদিন ব্যাপী একটি ক্যারাটে পশুপাল শিবির অনুষ্ঠিত হলো ভাতার ব্লকের বিভিন্ন গ্রাম থেকে 120 জন প্রতিযোগি এই শিবিরে অংশগ্রহণ করেছিলেন।
মূলত যুবক যুবতী দের কে মোবাইল থেকে ফিরিয়ে মাঠমুখী করার উদ্দেশ্যে এই শিবির বলে জানান সম্রাট হাজরা।
এই শিবিরে উপস্থিত ছিলেন হুগলি ও নদীয়ার শিক্ষক মহাশয়রা।
আব্বাস সেখ জানান যে, স্থানীয় মানুষজন আমাদেরকে দারুন ভাবে সহযোগিতা করেছেন তাই এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করতে পেরেছি আমরা।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।