রোগী মৃত্যু ঘিরে ধুন্ধুমার রামপুরহাট মেডিক্যাল কলেজ,গ্রেফতার-১২
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- ৩ রা আগস্ট শনিবার সন্ধ্যেবেলা রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে মৃত রোগী আনসারুল সেখ এর আত্মীয়রা হাসপাতালের মধ্যে রীতিমতো তাণ্ডব চালিয়ে বহু ইনজেকশন ও ওষুধ নষ্ট করে এবং মাটিতে ফেলে দেয়। সেইসাথে হাসপাতালের চেয়ার-টেবিল ভাঙচুর চলে পাশাপাশি কর্তব্যরত চিকিৎসক সহ অন্যান্য কর্মীদেরকে ও মারধর করে বলে অভিযোগ হাসপাতাল কতৃপক্ষের। ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় রামপুরহাট থানার বিশাল পুলিশ বাহিনী। সেক্ষেত্রেও পুলিশের সঙ্গে বচসা বাঁধে। পরবর্তীতে পুলিশ রোগীর আত্মীয়দের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করেন। ঘটনায় জড়িত থাকার কারণে বেশ কয়েকজনকে আটক করে। বাকিদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভাংচুর এবং ডাক্তার সহ স্বাস্থ্য কর্মীদের মারধরের ঘটনায় ঐদিন রাতেই হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে মোট ১২ জনকে গ্রেফতার করে রামপুরহাট থানার পুলিশ।রবিবার ধৃতদের রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়। বিচারক সাবির শেখ ও ফিটু শেখ নামে দুজনকে তিন দিনের পুলিশি হেফাজতে এবং বাকি দশজনকে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন বলে জানা যায়।