বৃষ্টিতে ভাঙলো বাড়ি আহত বাড়ি মালিক রাইপুরে।
সাধন মন্ডল বাঁকুড়া:—-সোমবার রাত্রি সাড়ে বারোটা নাগাদ রাইপুর ব্লকের রাইপুর গ্রাম পঞ্চায়েতের কালা পাথর গ্রামের বাসিন্দা, লালু সিং সরদারের বাড়ির দেওয়াল ভেঙে পড়ে তাতে আহত হন বাড়ির মালিক কান্ত সিং সর্দার। সন্ধ্যা থেকেই ঝমঝম করে বৃষ্টি পড়ছিল কান্ত সিং সর্দার দুই মেয়ে এবং স্ত্রীকে নিয়ে ঘুমাচ্ছিলাম সেই সময় ঘটনাটি ঘটেছে স্থানীয়রা ও পড়শীরা ঘটনার সঙ্গে সঙ্গেই ভাঙ্গা দেয়ালের মাটি সরিয়ে তাদের উদ্ধার করে। কান্ত বাবুর দুই মেয়ে একজন অষ্টম শ্রেণীতে অন্যজন শিশু শ্রেণীতে পড়াশোনা করে ।অষ্টম শ্রেণীর ছাত্রী রিয়া সর্দার বলেন আমার বইপত্র সব জলে ভিজে গেছে মাটির তলায় চাপা পড়ে গেছে বুঝতে পারছি না কিভাবে পড়াশোনা করব। ঘটনাস্থলে গিয়ে দেখা গেল বাড়ির একটা দেওয়াল একেবারে ভেঙে পড়েছে জিনিসপত্র সব মাটি চাপা পড়ে রয়েছে। মাটি সরিয়ে জিনিসপত্র উদ্ধার করছেন মা ও মেয়ে ।কান্ত সিং সর্দারকে রাইপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। এদিকে ঘটনার খবর পেয়ে কালা পাথর গ্রামে গিয়ে কান্তর বাড়িতে হাজির হন বিশিষ্ট সমাজসেবী তথা তৃণমূল কংগ্রেস নেতা গণেশ মাহাত। তিনি স্থানীয় বিডিও, গ্রাম পঞ্চায়েত, পুলিশ প্রশাসনকে বিষয়টি জানান। গণেশ বাবুর সামনে কান্নায় ভেঙে পড়েন অসহায় কান্ত সিং সর্দারের স্ত্রী কল্যানী সরদার। তিনি অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। তিনি অসহায় পরিবারটি পাশে দাঁড়াতে কিছু মুড়ি চাল কিনে দিয়েছেন। ঘটনার খবর পেয়ে রাইপুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়েছে বলে রাইপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশ্বাস আমাদের জানিয়েছেন।