আদিবাসী নৃত্য দলেদের বাদ্যযন্ত্র প্রদান

Spread the love

আদিবাসী নৃত্য দলেদের বাদ্যযন্ত্র প্রদান

সেখ রাজু,

বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে মঙ্গলকোট ব্লক প্রশাসনের উদ্যোগে আদিবাসীদের হাতে বাদ্যযন্ত্র তুলে দিলেন মঙ্গলকোট ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অনমিত্র সোম ও মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির সভাপতি সান্তনা গোস্বামী । কৃষ্ণপুর আদিবাসী নৃত্য, উজিরপুর আদিবাসী নৃত্য, চাণক আদিবাসী নৃত্য এবং গনপুর আদিবাসী নৃত্য এই চারটি দলের প্রধানদের হাতে একটি করে ধামসা, দুটি মাদল, দুটি বাঁশি ও একটি ঘন্টা তুলে দেওয়া হয় । পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের মানুষদের কথা ভেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন । বিভিন্ন প্রকল্প সহ এই সম্প্রদায় মানুষের উন্নতি প্রকল্পে পাশে থেকেছে পশ্চিমবঙ্গ সরকার । সেই নিদর্শন বজায় রাখতে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে সমগ্র বাংলার পাশাপাশি মঙ্গলকোটের আদিবাসী নৃত্য দলের কর্মীদের হাতে বাদ্যযন্ত্র তুলে দেওয়া হয় ।

লক্ষীরাম হেমব্রম, বুধন হেমব্রম, লক্ষণ মাড্ডি, বিজয় মুর্মু সহ অন্যান্য নৃত্য দলের প্রধানরা জানান, এই বাদ্যযন্ত্র পেয়ে আমরা খুব খুশি । আদিবাসী সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রয়াসকে আমরা কুর্নিশ জানাই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *