আদিবাসী নৃত্য দলেদের বাদ্যযন্ত্র প্রদান
সেখ রাজু,
বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে মঙ্গলকোট ব্লক প্রশাসনের উদ্যোগে আদিবাসীদের হাতে বাদ্যযন্ত্র তুলে দিলেন মঙ্গলকোট ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অনমিত্র সোম ও মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির সভাপতি সান্তনা গোস্বামী । কৃষ্ণপুর আদিবাসী নৃত্য, উজিরপুর আদিবাসী নৃত্য, চাণক আদিবাসী নৃত্য এবং গনপুর আদিবাসী নৃত্য এই চারটি দলের প্রধানদের হাতে একটি করে ধামসা, দুটি মাদল, দুটি বাঁশি ও একটি ঘন্টা তুলে দেওয়া হয় । পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের মানুষদের কথা ভেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন । বিভিন্ন প্রকল্প সহ এই সম্প্রদায় মানুষের উন্নতি প্রকল্পে পাশে থেকেছে পশ্চিমবঙ্গ সরকার । সেই নিদর্শন বজায় রাখতে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে সমগ্র বাংলার পাশাপাশি মঙ্গলকোটের আদিবাসী নৃত্য দলের কর্মীদের হাতে বাদ্যযন্ত্র তুলে দেওয়া হয় ।
লক্ষীরাম হেমব্রম, বুধন হেমব্রম, লক্ষণ মাড্ডি, বিজয় মুর্মু সহ অন্যান্য নৃত্য দলের প্রধানরা জানান, এই বাদ্যযন্ত্র পেয়ে আমরা খুব খুশি । আদিবাসী সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রয়াসকে আমরা কুর্নিশ জানাই ।