কলকাতা প্রেসক্লাবে প্রাক স্বাধীনতা দিবস পালনে আইজেএ

Spread the love

কলকাতা প্রেসক্লাবে প্রাক স্বাধীনতা দিবস পালনে আইজেএ

মোল্লা জসিমউদ্দিন, 

শনিবার সন্ধেয় কলকাতা প্রেসক্লাবে আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করলো আইজেএ সাংবাদিক সংগঠন।সঙ্গীত পরিবেশন থেকে ক্যারাটে প্রদর্শনী সহ বিভিন্ন গুনীজনদের সংবর্ধনা চলে। কলকাতা সহ দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলা থেকে সাংবাদিক – আইনজীবী – সঙ্গীতশিল্পী – টলিউড অভিনেতা – ক্রীড়াবিদ সহ সমাজের বিভিন্নস্তরের মানুষজন আসেন এই সভায় । ১০২ বছরের বেশি সময়কাল ধরে আইজেএ সাংবাদিক সংগঠন সমাজে বিভিন্ন জনহিতকর কাজ করে চলেছে।শনিবার কলকাতা প্রেসক্লাবে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার কাউন্সিলের কার্যনির্বাহী চেয়ারম্যান শ্যামল ঘটক, দৈনিক স্টেটসম্যান কাগজের সম্পাদক শেখর সেনগুপ্ত,  সিটি সেশন কোর্টের সিনিয়র পিপি অলোক দাস, পূর্ব রেলের প্রাক্তন জনসংযোগ আধিকারিক সমীর গোস্বামী, সঙ্গীত পরিচালক অশোক ভদ্র, প্রমুখ। উক্ত সাংবাদিক সংগঠনের রাজ্য সম্পাদক দেবাশিস দাস, রাজ্য সভাপতি কে.ডি পার্থ জানান  – ” এই সাংবাদিক সংগঠন সারা বছর সাংবাদিকদের আপদে বিপদে পাশে থাকে”।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *