সাড়ম্বরে নিউজ কলকাতা পরিবার’ র ত্রিমাসিক কবি সম্মেলন
কাজী হাফিজুল, নিউটাউন:
সম্প্রতি নিউজ কলকাতা পরিবারের পক্ষ থেকে কলকাতার নিউটাউন বাসস্ট্যান্ড সংলগ্ন করতোয়া ভবন অনুষ্ঠিত হল পরিবারের ত্রিমাসিক কবি সম্মেলন।
অনুষ্ঠান রবীন্দ্র সংগীতের মধ্যে দিয়ে শুরু হয় এরপর কবিতা পাঠ,গান, আবৃতি, শুতি নাটক, হাস্যকৌতুক পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের প্রাক্তন অবসরপ্রাপ্ত যুগ্ম অধিকর্তা স্বপন রায়।তিনি বলেন,নিউজ কলকাতা পরিবার আরও এগিয়ে যাক শুভ কামনা রইল।,’
,বিশিষ্ট সমাজসেবী তথা আইনজীবী এম এ ওহাব,।তিনি বলেন,”এই পরিবার সবাইকে একত্রিত করেছে তা প্রশংসার দাবি রাখে, আপনারা যে সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে চেষ্টা করছে তা সত্যিই প্রশংসার যোগ্য,আমি সর্বদাই আপনাদের পাশেই আছি।”
পরিবারের সদস্য সামসাদ বেগম বলেন,”আমরা শুধু কবি সম্মেলন নয়, সাংস্কৃতিক অনুষ্ঠান,শিক্ষামূলক ভ্রমণ,ম্যাগাজিন প্রকাশ,দু:স্থ অসহায় মানুষদের সাহার্য্য করে থাকি”।,আশাকরি আপনারাও আমাদের পাশে থাকবেন ।
শিক্ষা দপ্তরের অবসরপ্রাপ্ত সহকারী বিদ্যালয় পরিদর্শক ও বিশিষ্ট সাহিত্যপ্রেমী তারক চন্দ্র মন্ডল,এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও বি এম সি সেক্রেটারি কাওসার আলী,সমাজসেবী ও কবি সাবিনা ইয়াসমিন প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে কলকাতা ছাড়াও দূরদূরানো থেকে কবি, সাহিত্যিক,নাট্যকার,সঙ্গীত শিল্পীরা উপস্থিত ছিলেন। এদিন এক সাংস্কৃতিক পরিবেশ তৈরি হয় ভবন চত্বর।পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্থ ব্যানার্জি, হাবিবুল আলম,প্রণতি সাহা প্রমুখ ।