“স্মার্ট পঞ্চায়েত” বিষয়ক কর্মশালা সিউড়িতে

Spread the love

“স্মার্ট পঞ্চায়েত” বিষয়ক কর্মশালা সিউড়িতে

সেখ রিয়াজুদ্দিন ,বীরভূম:- মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের আয়োজনে ১৩ আগষ্ট মঙ্গলবার সিউড়ী রবীন্দ্রসদনে “স্মার্ট পঞ্চায়েত” বিষয়ক একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়। পঞ্চায়েতের আধুনিকীকরণ এবং প্রযুক্তি-ভিত্তিক উন্নয়নের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে বলে আলোচনার মাধ্যমে উঠে আসে। এই কর্মশালায় পঞ্চায়েত ব্যবস্থার উন্নতি এবং ডিজিটাল প্রযুক্তির ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করা হয়। পঞ্চায়েত ব্যবস্থার মানোন্নয়ন সহ স্থানীয় পঞ্চায়েত এলাকায় জনগণের নিকট সরকারি পরিষেবা দ্রুত পৌঁছে দেওয়ার লক্ষ্যেই মূলত “স্মার্ট পঞ্চায়েত উদ্যোগ” বিষয়ক কর্মশালা। কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্য পঞ্চায়েত দপ্তরের যুগ্ম সচিব শমীক দাস, বীরভূম জেলা শাসক বিধান রায়, জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল সেখ, অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) কৌশিক সিনহা, প্রজেক্ট ডিরেক্টর আজমল হোসেন সহ জেলা পঞ্চায়েত দপ্তরের আধিকারিকরা। কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। উল্লেখ্য, ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় আধুনিকীকরণ এবং প্রযুক্তি-ভিত্তিক উন্নয়নের ক্ষেত্রে এই কর্মশালা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উদ্যোক্তাদের পক্ষে জানানো হয়। পঞ্চায়েত পরিচালনার ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ভূমিকা নিয়েও এদিনের অনুষ্ঠানে বিশদভাবে আলোকপাত করেন বক্তব্যের মাধ্যমে ।অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বীরভূম জেলার ১৬৭ টি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও সচিব, ১৯ টি পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের সংশ্লিষ্ট আধিকারিক, কর্মাধ্যক্ষ, সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং পঞ্চায়েত বিভাগের আধিকারিকগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *