দূর্ঘটনা রোধে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির মাধ্যমে সচেতনতা,খয়রাশোল থানার
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- পথ চলতি মানুষজনের মধ্যে দৈনন্দিন পথ দূর্ঘটনার হার বেড়েই চলেছে।যারপরনাই মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির বাস্তবায়নে তথা পথ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পুলিশ প্রশাসন নিয়মিত প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন।সেরূপ রবিবার বীরভূম জেলা পুলিশের উদ্যোগে ও খয়রাশোল থানার ওসি সেখ কাবুল আলীর পরিচালনায় সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালিত হয়।
সাবধানে গাড়ি চালান,জীবন বাঁচান।নিজে বাঁচুন, অপরকে বাঁচান।এরূপ বিভিন্ন ধরনের সচেতনতা মূলক শ্লোগান সম্বলিত ট্যাবলো সহযোগে পদযাত্রা আয়োজিত হয়।পদযাত্রার পুরোভাগে ছিলেন খয়রাশোল থানার এস আই সমীর হালদার ও শান্তনু কুমার মন্ডল এবং এ এস আই রাজমোহন ব্যানার্জী ও এমডি জাকির হোসেন,সমাজসেবী আশিষ মেটে,মাধব চন্দ্র লাহা,খয়রাশোল থানার ক্যারাটে প্রশিক্ষক অলোক চ্যাটার্জী ও প্রশিক্ষনরত কচিকাঁচারা,অন্যান্য পুলিশকর্মী সহ সিভিক ভলিন্টিয়ারগন। প্রচার অভিযানে মাইকিং করে গাড়ি চালকদের উদ্যেশ্যে বার্তা যে, মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার,চারচাকার ক্ষেত্রে সিট বেল্ট ব্যবহার ,দ্রুতগতিতে গাড়ি না চালানো,ট্রাফিক আইন মেনে চলা ইত্যাদি বিষয়গুলি তুলে ধরা হয়।