তৃণমূল ছাত্র পরিষদ ও পুলিশের রাখি বন্ধন উৎসব পালন

Spread the love

তৃণমূল ছাত্র পরিষদ ও পুলিশের রাখি বন্ধন উৎসব পালন

সেখ সামসুদ্দিন, ১৯ আগস্টঃ আজ রাখি বন্ধন উৎসব উপলক্ষে মেমারি চকদিঘী মোড় খানপুর বাসস্ট্যান্ডে মেমারি শহর তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ ব্লক ছাত্র পরিষদ কলেজ ছাত্র পরিষদ এর উদ্যোগে রাখি বন্ধন উৎসব পালন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা পূর্ব বর্ধমান জিলা পরিষদের দলনেতা ফাত্তার কয়াল, জেলা যুব সম্পাদক ফারুক আব্দুল্লাহ, জেলা যুব সাধারণ সম্পাদক রাজকুমার রায়, জেলা ছাত্র পরিষদ সহ-সভাপতি মুকেশ শর্মা, শহর তৃণমূল কংগ্রেস নেতা মোস্তফা কামাল মল্লিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত সকলকে ও পথচলতি মানুষকে রাখি পরিয়ে সৌভ্রাতৃত্বের বার্তা দেয়। এই অনুষ্ঠানের পর ঐ স্থানেই মেমারি থানার পক্ষ থেকে গাড়ি চালক থেকে সাধারণ মানুষের হাতে রাখি পরিয়ে মিষ্টিমুখ করানো হয়। উপস্থিত ছিলেন মেমারি থানার সেকেন্ড অফিসার বিশ্বনাথ দাস, এ এস আই আফসানা খাতুন সহ অন্যান্য অফিসার ও পুলিশকর্মী বৃন্দ এবং ফাত্তার কয়াল, ফারুক আব্দুল্লাহ, রাজকুমার রায়, মুকেশ শর্মা সহ নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *