Ze কাটোয়া,ওয়েব পোর্টালের পঞ্চম বর্ষ উদযাপন উপলক্ষে সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো কাটোয়া ২নম্বর ব্লকের নন্দীগ্রামে। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত অভিনেত্রী পায়েল সরকার (মিঠাই)। এছাড়াও,অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি ও সাহিত্যিক সুব্রত ভট্টাচার্য (ঋক তান),বাচিক শিল্পী নন্দন সিংহ,সোনালী মুখার্জী, সুজাতা চ্যাটার্জী,কাটোয়া ২পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রাজীব চ্যাটার্জী,বিশিষ্ট সমাজসেবী শ্রীকান্ত বধুক,পিন্টু মন্ডল, রাজ্য রক্তদান আন্দোলনের কর্মী জয়দেব দত্ত,জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সমর দাস,সভাপতি শান্তনু বাস এর মা সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বরা। জি কাটোয়ার সভাপতি শান্তনু বাস ভিডিও বার্তার মাধ্যমে অনুষ্ঠানকে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানকে গ্ৰামবাসীরা অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়েছেন সম্পাদক রাহুল রায়। চ্যানেলের পক্ষ থেকে সকল অতিথিদের এবং কৃতি খেলোয়াড় ও ছাত্রদের সম্মাননা প্রদান করা হয়, যা অনুষ্ঠানটিকে আরও গুরুত্ব দিয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রদীপ সামন্ত,প্রদীপ সামন্তের সহযোগিতায় গান পরিবেশিত হয়। গোল্ডেন ডান্স ট্রুপের সহযোগিতায় অনুষ্ঠিত নৃত্য পরিবেশনা দর্শকদের মনোরঞ্জন করে।
সিঙ্গিগ্ৰামের দামাল ছেলে মাধব ব্যানার্জীর গান এবং ভাইরাল সংগীত শিল্পী মিলন কুমারের পরিবেশনা ছিল বিশেষ আকর্ষণ,যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।গ্রামবাসীদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও সার্থক ও সুন্দর করে তুলেছিল। এলাকাবাসীর মধ্যে এমন আয়োজনের জন্য ব্যাপক উৎসাহ ও আনন্দ দেখা গিয়েছে।