সারেঙ্গার জামিরা পাড়া গ্রামে জন্ডিসের প্রকোপ বাড়ায় আতঙ্কিত গ্রামবাসীরা
। সাধন মন্ডল বাঁকুড়া:—কয়েকদিন ধরে শিশু থেকে কিশোর বয়সের প্রায় ২৫ জন জন্ডিসে আক্রান্ত বলে সারেঙ্গা ব্লকের জামিরা পাড়া গ্রাম সূত্রে জানা যায়। গ্রামবাসীদের ধারণা পানীয় জল থেকেই এই রোগ ছড়াচ্ছে তাই অবস্থা সম্পন্ন গ্রামবাসীদের মধ্যে একুয়া গার্ড কেনার হিড়িক পড়ে গেছে। এদিকে বিষয়টি স্বাস্থ্য দপ্তরে জানালে তারা প্রাথমিকভাবে খোঁজখবর নিয়েছেন এবং আগামীকাল অর্থাৎ শুক্রবার গ্রামে মেডিকেল টিম এর লোকজন আসবে বলেও জানা গেছে। সারেঙ্গা সমষ্টি উন্নয়ন আধিকারিক তমাল কান্তি সরকার এর কাছে বিষয়টি জানালে তিনি তড়িঘড়ি একটি বিশুদ্ধপানীয় জল ভর্তি পানীয় জলের ট্যাংক জামিরা পাড়া গ্রামে পাঠিয়ে গ্রামবাসীদের আতঙ্ক দূর করার চেষ্টা করেছেন। এছাড়া ওই গ্রামের নলকূপটির জল পরীক্ষার জন্য সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে বলে জানা যায়।অবিলম্বে সেখানে স্বাস্থ্য দপ্তরের লোকজন পাঠানোর ব্যবস্থা করছেন বলেও জানা যায়।