সিমলাপালে শিলাবতী নদী কজওয়ের উপর দিয়ে বইছে জল
। সাধন মন্ডল বাঁকুড়া:-দুদিনের টানা বৃষ্টিতে দক্ষিণ বঙ্গ ভাসছে ।বাঁকুড়া জেলার সমস্ত নদীতে জল স্তর বেড়ে গেছে। বাঁকুড়া ঝাড়গ্রাম ন নম্বর রাজ্য সড়ক সম্পূর্ণ বিচ্ছিন্ন। সিমলাপালের নিকট শিলাবতি নদীতে জল বেড়ে যাওয়ায় সেখানে কজওয়ের উপর দিয়ে বইছে জল ।অন্যদিকে দ্বারকেশ্বর জয়পন্ডা ,শালী, গন্ধেশ্বরী সহ সমস্ত নদীতে দুই কুল ছাপিয়ে বইছে জল। কংসাবতী নদীতে ও বন্যা বইছে ফুলকুসমার অমৃত পাল এর নিকট রাস্তা ভেঙ্গে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ।তারাফেনি নদীতে কজওয়ে র উপর দিয়ে জল বইছে ফলে শিলদার সাথে ফুলকুসমার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।