বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঝিলু সমিতি জয়লাভ তৃণমূলের

Spread the love

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঝিলু সমিতি জয়লাভ তৃণমূলের

সেখ রাজু

বিশ্বকর্মা পুজোর দিনে সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেস । পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের ঝিলু 1নং অঞ্চলের ঝিলু গ্রামসভা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিরোধীরা প্রার্থী না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় 47 জন প্রার্থী জয় লাভ করে । নমিনেশন ফর্ম 12 ই ও 13 ই সেপ্টেম্বর তোলার তারিখ ছিল । সেদিন বিরোধীরা কেউ ফর্ম না তোলার জন্য 17 ই সেপ্টেম্বর মঙ্গলবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করে তৃণমূল । এই নির্বাচনে ঝিলু ও কুন্দা গ্রাম মিলিয়ে পাঁচটি সংসদের মোট 1285 জন ভোটার । 47 জন প্রার্থী সহ বোর্ড মেম্বারের সংখ্যা 9 জন । এদিন মঙ্গলকোটের সমবায় পরিদর্শক ইন্দ্রজিৎ মন্ডলের হাতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা নমিনেশন ফর্ম জমা দেন ।

ঝিল 1 নং গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ হায়দার সাফি ও অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সুনীল মণ্ডল জানান, সমগ্র বাংলার উন্নয়নে সামিল হয়েছে ঝিলু গ্রামের সাধারণ মানুষ । উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আজকে আমাদের এই জয়লাভ । বিধায়ক অপূর্ব চৌধুরীর নেতৃত্বে আগামী দিন সমবায় সমিতির কাজকর্ম চলবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *