আমিও তিলোত্তমা
দেবাঙ্কুর চ্যাটার্জী, (দ্বারিয়াপুর, পূর্ব বর্ধমান)
তিলোত্তমা, তোকে দেখে ভারী হিংসে হয়
আজ তোর জন্য অনেকে পথে নেমেছে, অপরাধীরা পাচ্ছে ভয়।
সেই দিন কিন্তু কেউ পথে নামে নি, ওঁরা কাউকে জানতেই দিলনা
তাহলে তু্ইই বল, তোকে দেখে হিংসে হবে না?
আমি তো প্রত্যেক দিনের মত সেদিনও গেছিলাম বাবুদের বাড়িতে কাজে,
বিশ্বাস কর আমি বিন্দুমাত্র বুঝতে পারিনি বাবুর মতলব টা ছিল বাজে।
হিংস্র জানোয়ায় এর মত আমার উপর ঝাঁপিয়ে পড়লো।
আমি আর্তনাদ করলাম
কিন্তু বাবুদের সব বড় বড় দেওয়াল
সেই আওয়াজ কী বাইরে যায়?
পাছে জানাজানি হয়,
বাবু পেলো দারুন ভয়।
দেখি আমার মাতাল বাবার পকেটে
ভর্তি ৫০০ টাকার নোটে।
ব্যাস, তারপর সব ধামা চাপা
বাবার ভয়ে অপরাধের গভীরতা আমার আর হয়নি মাপা।
তোর বিচারের দাবিতে সেই বাবুও আজ গলাচ্ছে নাক
সকলের কাছে একটাই আর্জি তিলোত্তমাকে সামনে রেখে প্রত্যেক নির্যাতিতা বিচার পাক।