অন্য রকম
বানী পাল (পাঞ্জাব)
আজ কিরকম অন্যরকম দিন
এলোমেলো হচ্ছে সব কাজ,
বৃষ্টি ফোঁটা দুএক পশলা এলো
মনটা বড় অবাধ্য খুব আজ।
ভিজতে চাওয়ার অজুহাতে
খুলে দিলাম বাঁধা চুলের কাহন,
সূর্য মেঘের লুকোচুরি খেলা
হাতের মুঠোয় মনের অবগাহন।
উঠোন জুড়ে দাঁড়িয়ে দেখি
কয়েকখানা বেলি ফুলের ডাল,
গোলাপটাও ঝিমিয়ে গেছে
কোনো কথাই বলেনা আজকাল।
বারান্দায় রোদ আসেনি আজ
বুকের মধ্যে অনুভূতির ঝড়,
ঠোঁটের কোণে শব্দ কিছু নিয়ে
বসে আছি আমরা পরস্পর।
আজ কি যেন অন্য কথা ভাবি
মন কেন যে মানে না বারণ,
চোখের মধ্যে অল্প ব্যথার স্রোত
ঢেউ তুলছে শুধুই অকারণ।
মন্দ ভালোয় চলছে জীবন
দেখছি তুমি দিব্যি আছো বেশ,
একগুঁয়েমি বড্ড জ্বালায়
আমার সময় অপেক্ষাতেই শেষ।
এখন কিরকম সন্ধ্যাবেলা হলেই
গল্পগুলো ছন্নছাড়া লাগে,
হঠাৎ কেমন ব্যকুল হই
এমনটা তো হয়নি কখনও আগে।
এখন কেমন একা থাকলে
কথায় কথায় হঠাৎ উঠি কেঁদে,
তোমার মাঝেই তোমায় খুঁজি
কথাগুলোই কাঁটার মত বেঁধে।
আজ কিরকম অগোছালো সব
গহীন পথে আঁচল ঘিরে চলি,
মন ভাঙার অজস্র সে কারণ
কোনটা ছেড়ে কোনটা তোমায় বলি।