‘বসে আঁকো’ প্রতিযোগিতা হলো ফলতায়
নীহারিকা মুখার্জ্জী চ্যাটার্জ্জী, ফলতা, দক্ষিণ ২৪ পরগণা -:
গত ১৯ শে সেপ্টেম্বর দক্ষিণ ২৪ পরগণার ফলতা সমষ্টি উন্নয়ন আধিকারিক সানু বক্সির অনুপ্রেরণায়, ফলতা পঞ্চায়েত সমিতির পরিচালনায় এবং ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে 'স্বচ্ছতাই সেবা- ২০২৪' উপলক্ষ্যে অনুষ্ঠিত হয় 'বসে আঁকো প্রতিযোগিতা'।
প্রতিযোগিতায় দুটি বিভাগ ছিল। শিশু শ্রেণী ও প্রথম শ্রেনীর শিক্ষার্থীদের নিয়ে বিভাগ - ক এবং দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে বিভাগ - খ। মোট ৩৮১ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
বিভাগ - ক তে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে অন্বেষা মন্ডল, রনিত চাউলে ও অঙ্কিত কয়াল। বিভাগ - খ তে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে অরিত্র সামন্ত, তৃষা প্রামাণিক ও মৌমি হালদার। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রতিযোগীদের উৎসাহ দেওয়ার জন্য ফলতা সমষ্টি উন্নয়ন আধিকারিক সানু বক্সি ছাড়াও উপস্থিত ছিলেন ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিলক নস্কর সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা।