টানা বৃষ্টির জেরে ভেঙে গেল সেতুর একাংশ।

Spread the love

টানা বৃষ্টির জেরে ভেঙে গেল সেতুর একাংশ।

সাধন মন্ডল,

টানা তিনদিনের বৃষ্টিতে ভেঙ্গে গেল অড়কষা নদীর উপর অবস্থিত সাপড়দা কজওয়ের একাংশ । বিচ্ছিন্ন হয়ে গেল উত্তরের সঙ্গে দক্ষিণের গ্রামগুলির সহজসাধ্য যোগাযোগ । দূরত্ব বেড়ে গেল প্রায় দশ কিলোমিটার । সামনে ভগবানপুর স্বাস্থ্যকেন্দ্র । কাঁটা পাহাড়ি,ধবারগড়্যা, জামবনি, ফুলকুসমা, লায়েকডি ছাড়া আরো অনেক গ্রামের মানুষজন এই রাস্তা ধরেই অতি অনায়াসে পৌঁছে যেতেন স্বাস্থ্য কেন্দ্রে । এখন তার আর উপায় নেই । অআড়কষার তীব্র জলস্রোত ভেঙ্গে তছনছ করে দিল । অনুরূপভাবে তেঘরি অঞ্চলের সাথে মেট্যালা অঞ্চলের মূল মাধ্যম হয়ে উঠেছিল এই সেতু । ভগ্নদশা দেখে সাপড়দা গ্রামের দ্বিজপদ ঘোষ বলেন , বড়ো অসুবিধা হয়ে গেল , গুণারাম ঘোষ বলেন, জলের স্রোত ছিল ভয়ানক । এটা টাঙ্গাপুল হলেই ভালো হতো । সামনে পূজা । অনেক মানুষের যাতায়াত এই রাস্তায়। না জানি কিছু বিপদ ঘটে যায় । অবিলম্বে কজওয়েটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *