শারদীয়া দুর্গোৎসব আগেই ক্রিয়েটিভ ডায়নামিক ট্যালেন্ট ফটোশুট
উমেশ মুখার্জির রোডে অনুরাধা অ্যাপন্টমেন্টে স্টুডিও ব্লিস কর্ণধার সোমনাথ চক্রবর্তী তত্ত্বাবধানে ক্রিয়েটিভ ডায়নামিক ট্যালেন্টস ২০২৪ শারদীয়া দুর্গোৎসবে ব্যানার ফটোশুটে শুভ সূচনা হয়ে গেলো। ক্রিয়েটিভ ডাইনামিক ট্যালেন্টস কর্ণধার শারদিয়া ২০২৪ এর প্রধান উদ্যোক্তা অভিলাষা রায়,সাগনিক চ্যাটার্জী,ডিজাইনার অনির্বাণ দত্ত মজুমদার (অনিরশ বুটিক) এছাড়া শারদীয়ার ফটোশুটে মডেল দোলন,মানসী,এশা প্রিয়াঙ্কা,তমাল,তিস্তান, সোনালী,আয়ুষ্মান,সৈকত, এবং এনাদের মেকাপ দিয়ে ফুটিয়ে তুলে ধরেছেন সুপ্রভা দাস বৈদ্য,মিতা দাস। কোলকাতা থেকে শুভ ঘোষ রিপোর্ট