বিশ্ব নবী দিবস উপলক্ষে ইসলামিক সাংস্কৃতির অনুষ্ঠান, খয়রাসোলের বড়রা গ্রামে

Spread the love

বিশ্ব নবী দিবস উপলক্ষে ইসলামিক সাংস্কৃতির অনুষ্ঠান, খয়রাসোলের বড়রা গ্রামে

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- আরবি ক্যালেন্ডার অনুযায়ী ১২ই রবিউল আউয়াল বিশ্ব নবী দিবস হিসেবে পালিত হয়ে থাকে। সমগ্র বিশ্বব্যাপী দিনটি মহাসমারোহে এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে যাগজমক সহকারে পালিত হয়। বর্নাঢ্য শোভাযাত্রা, কোরআন তেলাওয়াত,মিলাদ মাহফিল, দুস্থদের অন্য বস্ত্রদান থেকে শুরু করে বিভিন্ন ধরনের ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। সেরূপ খয়রাসোল ব্লকের বড়রা গ্রামের ডাঙ্গালপাড়া সর্ব ষোল আনার সহযোগিতায় বড়রা ডাঙ্গালপাড়া আস্তানা প্রাঙ্গণে ইসলামিক সংস্কৃতি অনুষ্ঠান আয়োজিত হয়। বিশ্ব নবীর জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনার মাধ্যমে সকলকেই সঠিক পথে চলার দিক নির্দেশ করা হয়। ইসলাম শব্দের অর্থ যে শান্তি এবং বিশ্বনবী যে শান্তির বাণী ছড়িয়ে গেছেন সেই সমস্ত বাণী গুলোয় বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার এ এক প্রয়াস। মানুষে মানুষে বিভেদ দূর করা।সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভাতৃত্ববোধ বজায় রাখা।দেশপ্রেম ও মানবতাবোধ জাগ্রত করা। পারস্পারিক সম্মান আচরণ বিধি মেনে চলা ইত্যাদি বিষয়গুলোই আলোচিত হয়। পাশাপাশি ইসলামিক ক্যুইজ, কোরআন তেলাওয়াত, নাত, গজল ইত্যাদি বিষয়ের উপরেও প্রতিযোগিতা আয়োজন করা হয়। স্থানীয় গ্রামের বিভিন্ন বয়সের ছেলেমেয়েদের অংশগ্রহণে এবং উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মত।প্রতিটি বিভাগে অংশগ্রহণকারীদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের যেমন পুরস্কৃত করা হয় পাশাপাশি প্রতিটি অংশগ্রহণকারীদেরও সান্তনা পুরস্কার প্রদান করে উৎসাহিত করা হয় বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়। উল্লেখ্য এরূপ ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান গত ১১ বছর ধরে হয়ে আসছে স্থানীয় বাসিন্দা তথা বড়রা হাই স্কুলের পার্শ্ব শিক্ষক সেখ সামিউদ্দিনের প্রচেষ্টায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা হাসমত আলী, বড়রা ডাঙ্গালপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা কামরুদ্দীন সহ বহু আলেম উলেমাগন। অনুষ্ঠান সম্পর্কে পৃথক পৃথক ভাবে বিস্তারিত বিবরণ দেন আয়োজকদের পক্ষে সেখ সামিউদ্দিন ও সেখ জয়নাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *