মঙ্গলকোট ব্লক চত্বরে দুর্গাপুজো কমিটিদের অনুদানের চেক প্রদান

Spread the love

মঙ্গলকোট ব্লক চত্বরে দুর্গাপুজো কমিটিদের অনুদানের চেক প্রদান

সেখ রাজু,

মঙ্গলকোট ব্লক চত্বরে দুর্গাপুজো কমিটিকে দুর্গাপূজোর অনুদানের চেক প্রদান করা হয় শনিবার । আজ অনুমোদিত ১৩০টি পুজো কমিটির হাতে চেক তুলে দেন কাটোয়া এসডিপিও কাশীনাথ মিস্ত্রি ও পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার । সঙ্গে ছিলেন মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ, ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অনমিত্র সোম, মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী, পঞ্চায়েত সমিতির সভাপতি সান্তনা গোস্বামী সহ বিভিন্ন পুজো কমিটির সভাপতি, সম্পাদক এবং সদস্যরা । বিভিন্ন পুজো কমিটির হাতে শুধু চেক তুলে দেওয়া নয় তার পাশাপাশি আগামী দূর্গা পুজোতে কমিটিদের কি কি করণীয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় । পুজো প্যান্ডেল থেকে শুরু করে ভাসান সম্পর্কিত বিভিন্ন দিকের খুঁটিনাটি নিয়ে আলোচনা করেন মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ । জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বলেন দুর্গাপুজো বাঙালির উৎসব হলেও সমগ্র বিশ্বজুড়ে এই উৎসবে অংশগ্রহণ করছে সকল সম্প্রদায়ের মানুষ । প্রতিবছর সকলে মিলিত হয়ে এই উৎসবে শান্তি বজায় রাখে মঙ্গলকোটে । এবারে যেন তার ব্যতিক্রম না ঘটে । সকলকে একত্রে মিলিত হয়ে এই পুজোতে সামিল হওয়ার জন্য আহ্বান করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *