দানকৃত খেলার মাঠকে বাঁচানো এবং গ্রাম ভিত্তিক ফুটবল দল গঠনের লক্ষ্যে ফুটবল প্রতিযোগিতা লোকপুরে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- খয়রাশোল ব্লকের লোকপুর থানার থোমতাড়া খান স্পোর্টিং ক্লাবের পরিচালনায় খন্নি গ্রামে অবস্থিত লোকপুর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে তিন দিবসীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার ছিল চুড়ান্ত পর্যায়ের খেলা। বীরভূম বর্ধমান সহ ঝাড়খণ্ড এলাকা থেকে মোট ১৬ টি দল খেলায় অংশ গ্রহণ করে।
চুড়ান্ত পর্যায়ের খেলায় মুখোমুখি হয় ছোট্টু একাদশ বাজারী পান্ডবেশ্বর বনাম সঞ্জিত একাদশ লোকপুর।
নির্ধারিত সময়কালীন টান টান উত্তেজনার মধ্যে উভয় পক্ষ্য ১-১ গোল করার ফলে খেলা অমিমাংসিত থেকে যায়। যারপরনাই ট্রাইবেকারে মাধ্যমে খেলার নিষ্পত্তি হয়। সেখানে ৩-২ গোলের ব্যবধানে সঞ্জিত একাদশ লোকপুর বিজয়ী বলে ঘোষিত হয়। পুরস্কার স্বরূপ বিজয়ী দলের হাতে নগদ কুড়ি হাজার টাকা ও পাঁচ ফুটের ট্রফি এবং বিজিত দলের হাতে নগদ পনেরো হাজার টাকা ও পাঁচ ফুটের ট্রফি তুলে দেওয়া হয়। এছাড়াও ম্যান অফ দ্য ম্যাচ,ম্যান অফ দ্যা সিরিজ এবং বেস্ট গোলকিপারকে কৃতি খেলোয়াড় হিসেবে ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয় বলে ক্লাব সম্পাদক আকবর আহমেদ খান,সভাপতি কামরুজ্জামান খান,ক্লাব সদস্য জরিবুল খান, বাটুল খানরা সে কথা জানান।উপস্থিত ছিলেন খয়রাসোল ব্লক তৃনমূল কংগ্রেস কোর কমিটির যুগ্ম আহ্বায়ক মৃনাল কান্তি ঘোষ ও শ্যামল কুমার গায়েন এবং দুই সদস্য উজ্জ্বল হক কাদেরী ও কাঞ্চন দে। দুবরাজপুর ব্লক তৃনমূল কংগ্রেসের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান, লোকপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোমনাথ ধীবর প্রমুখ।
একান্ত সাক্ষাৎকারে ক্লাব সম্পাদক আকবর আহমেদ খান বলেন থোমতাড়া খান স্পোর্টিং ক্লাবের পরিচালনায় এনিয়ে চতুর্থ বর্ষে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। মাঠটি খেলাধুলার স্বার্থে থোমতাড়া গ্রামের পক্ষ থেকে লোকপুর উচ্চ বিদ্যালয়কে দান করা হয়েছে।কিন্তু বিদ্যালয় কতৃপক্ষ কোনো নজরদারি না করার ফলে মাঠটি বেদখল হয়ে যাচ্ছিল এবং অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে।যেগুলো দেখতে খুব দৃষ্টিকটু।তাই মাঠটিকে বাঁচিয়ে রাখতে এই সমস্ত খেলাধুলার আয়োজন।পাশাপাশি আমাদের লক্ষ্য যে গ্রাম ভিত্তিক ফুটবল দল গড়ে উঠুক।গ্রামের ছেলেরা যেন ভালো খেলোয়াড় হয়ে ওঠে।সর্বপরি বর্তমান প্রজন্ম যে মোবাইলের প্রতি আসক্তি হয়ে উঠছে তা থেকে সরিয়ে খেলাধুলার মাধ্যমে মাঠমুখী করে তোলা।