দূর্গা পুজো কমিটির পাশাপাশি সাউন্ড সিস্টেম এর মালিক ও অপারেটরদের নিয়ে মিটিং,লোকপুর থানায়
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- বাঙালির শ্রেষ্ঠ উৎসব, আনন্দ উৎসব-শারদীয়া দুর্গোৎসব। ইতিমধ্যে রীতি অনুযায়ী পুজার্চনা শুরু হয়ে গেছে।যারফলে ছোট বড়ো সকলের মধ্যে আনন্দের ছোঁয়া।এদিকে মুখ্যমন্ত্রী প্রেরিত পঁচাশি হাজার টাকার চেক পেয়ে সার্বজনীন পুজো কমিটির সদস্যদের মধ্যেও মন্ডপ, প্রতিমা সহ হাজার ব্যস্ততার ঝক্কি সাথে আনন্দ উল্লাস।সেই আনন্দঘন মুহুর্ত গুলি যেন সকলে মিলে মিশে ভাগ করে উপভোগ করে তার প্রচেষ্টায় সচেষ্ট বীরভূম জেলা পুলিশ প্রশাসন। দুর্গোৎসব চলাকালীন অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর জেলা পুলিশ প্রশাসন।তাইতো দফায় দফায় বিভিন্ন পুজো কমিটির সদস্যদের নিয়ে আলোচনা। শুধু তাই নয় সাউন্ড সিস্টেম এর মালিক ও অপারেটরদের নিয়ে ও আলোচনা অনুষ্ঠিত হয় লোকপুর থানার পক্ষ থেকে শনিবার।উল্লেখ্য শুক্রবার স্থানীয় থানা এলাকার নাকড়াকোন্দা ও রূপুষপুর অঞ্চলের দুর্গাপূজা কমিটির সদস্যদের নিয়ে সভা হয়।শনিবার লোকপুর অঞ্চলের দুর্গাপূজা কমিটির সদস্যদের সাথে আলোচনা করা হয়। পরবর্তীতে সাউন্ড সিস্টেম এর মালিক ও অপারেটরদের নিয়ে আলোচনা করেন।
পুজো চলাকালীন কোনোরকম ডি জে বক্স না বাজানো,উচ্চস্বরে মাইক না বাজানো,মদ্যপান থেকে বিরত থাকা,কোনরকম উচ্ছৃঙ্খল আচরণ না করা সহ বিবিধ বিষয়ে উদ্যোক্তাদের অবগত করা হয়।
উপস্থিত ছিলেন লোকপুর থানার ও সি পার্থ কুমার ঘোষ,এস আই প্রবীর মন্ডল,এ এস আই নয়ন ঘোষ ও ইন্দ্রজিৎ রায় প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।