বিষাদ বোধন

Spread the love

৷৷ বিষাদ বোধন ৷৷
………………………………
গৌতম মণ্ডল

কাশ ফুটেছে ঢাক বেজেছে
বাজলো বুঝি কাঁসি ৷
শুনছো তুমি ? তিলোত্তমা ?
নেই তো পূজায় হাসি ৷
আজ, নেই তো পূজায় হাসি !
দাবী শুধু একটাই
চাইছে তাদের ফাঁসি ৷
কাশ ফুটেছে, ঢাক বেজেছে
বাজলো বুঝি কাঁসি !

ভীড় জমেছে , দীপ জ্বলেছে
রঙিন আলোর ধুম !
তিলোত্তমার বাবা মায়ের
নেই কো চোখে ঘুম !
রাতে, নেই কো চোখে ঘুম !

সাজলো বুঝি বরণডালা
সাজলো কলা- বউ ৷
পঞ্চমীর ঐ বেলতলাতে
হাসছে না তো কেউ !

আনন্দ হীন , হাসি বিহীন
যেন নির্জন উৎসব ৷
তাকিয়ে দেখে দশভুজা –
কান্নার কলরব ৷
শুধু কান্নার কলরব !

চোখের জলে ভাসছে দেখি –
দুর্গা মায়ের চোখ ৷
কবে হবে ? খুশির পূজা ?
আগে ন্যায্য বিচার হোক্ ৷
শুধু, ন্যায্য বিচার হোক্ ৷

তাই, চোখের জলে ভাসছে দেখি —
দুর্গা মায়ের চোখ !
………………………………
তাং- ০৭/১০/২০২৪
দাসপুর, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর ৷ (W.B)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *