কোলকাতা (৭ অক্টোবর ‘২৪):- পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার, বিধাননগর পৌরনিগমের ২৫ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি পূর্ণিমা নস্কর ও গায়িকা অভিনেত্রী রাখি দত্ত-র উপস্থিতিতে সন্ধ্যায় সমরপল্লী সার্বজনীন দুর্গোৎসবের শুভ সূচনা হল।
পুজো মুখ্য আহ্বায়ক অনিলকুমার দাস জানিয়েছেন, “এই বছর ২৯ বছরে পদার্পণ করল সমরপল্লী সার্বজনীনের দুর্গোৎসব।”
মাতৃমূর্তি ও মাতৃমণ্ডপ উদ্বোধনের পর সংলগ্ন উৎসব মঞ্চ থেকে এই বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এলাকার ছাত্রছাত্রীদের সংবর্ধিত করা হয়েছে।
সমরপল্লী সার্বজনীন দুর্গোৎসবের পক্ষে সভাপতি অধ্যাপক প্রদীপ দে সংবাদমাধ্যম জানিয়েছেন, “ব্যয়ের আতিশয্য নিয়ে নয় বরং মানবিকতাকে পাথেয় করেই এগিয়ে চলেছে আমাদের পুজো।”