সাধন মন্ডল,
দুর্গা পূজা উপলক্ষে জঙ্গলমহলে রাইপুর বাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে আলোলিকা চক্ষু হাসপাতাল এর কর্ণধার ডাক্তার অনুপ মন্ডল এর সহযোগিতায় পুজো মণ্ডপে চক্ষু পরীক্ষা শিবির ও মরণোত্তর চক্ষুদান শিবির অনুষ্ঠিত হলো। পরীক্ষা করানো রোগীদের মধ্যে যাদের চোখের ছানি অপারেশন করতে হবে তাদের বিনামূল্যে অপারেশন করা হবে বলে ডাক্তার অনুপ মন্ডল জানিয়েছেন। তিনি বলেন আমার শিক্ষা আমার মা-বাবা ছাড়াও পরিবারের সকল মানুষজন ও আপামর জনসাধারণের সহযোগিতায় তাই জীবনে যদি কিছুটা কাজ করতে পারি সাধারণ মানুষের জন্য সেটাই হবে আমার বড় পুরস্কার। তাই আমাদের এই বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও ছানি অপারেশন শিবির।এগুলো সারা বছর ধরেই আমরা বিভিন্ন জায়গায় করে থাকি চোখের রোগেআক্রান্ত যে সমস্ত ব্যক্তিরা অর্থাভাবে ডাক্তার দেখাতে পারছেন না তাদের উদ্দেশ্যে ডাক্তার অনুপ মন্ডল বলেন আপনারা আমার বাঁকুড়ার লোকপুর এর আলোলিকা নার্সিংহোমে আসুন আমি আপনাদের সাথে ও পাশে আছি। এখানে উল্লেখ্য রাইপুরের এই শিবিরে ৪৫ জন নারী-পুরুষ মরণোত্তর চক্ষু দানে অঙ্গীকার করেছেন যা একটি দৃষ্টান্ত। পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা শান্তনু মিশ্র, নকুল চন্দ্র দাস বলেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার অনুপ মন্ডল এর সহযোগিতায় আমরা এই ধরনের শিবির করতে পেরেছি এর জন্য তাকে কৃতজ্ঞতা জানাই।