শেষ বিকেলের রোদ্দুর

Spread the love

– শেষ বিকেলের রোদ্দুর


বিভাগ –গদ্য কবিতা
কলমে–নির্মল কুমার প্রধান
তারিখ –১৭/১০/২০২৪

কড়া ঝাঁঝ ছিল বেশ রোদ্দুরের
সূর্য তখন গড়িয়ে আকাশের পশ্চিম ঢালে
সবুজ পাতাদের ওপাশে আলো , এপাশে আবছায়া
ঝিল জলে ঘনীভূত ছায়া বেশ কালচে
বাস ছুটছে পিচ ঢালা রাস্তার কালো বুক মাড়িয়ে ।

দু-একটা পাখি ডিঙাচ্ছে সবুজ উপত্যকা
লোকজনেদের ঢল নামছে রাস্তার বাঁকে বাঁকে
স্তর মেঘের আল্পনা ওপর আকাশে
গোধূলি বীণায় সুর হচ্ছে ক্রমশঃ গভীরতর —
এবার তুলসী তলায় প্রদীপ জ্বলবে , শঙ্খ বাজবে ঘরে ঘরে।

দিনের ক্লান্তি ও অবসন্নতা ছিল রোদ্দুরের গায়
সময়ের সাথে সাথে এই আমাতেও
দিগন্তের ওপারে চিত্রকূটের হাতছানি বোধ হয়
কিছু লিখে দেয় মানসপটে , হদয় গভীরে
তন্ত্রে তন্ত্রে অনুভূত হয় তার অনাবিল অস্পষ্ট ডাক।

চিত্রকূটের পথে ,
১৭/১০ /২০২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *